কস্মিনকালেও তুমি প্রেমী ছিলে না | বইমেলা- ২০২২ | আবদুল্লাহ শুভ্র

আগামীকাল  অমর একুশে গ্রন্থমেলা ২০২২ এর খুব সম্ভবত শেষ দিন!

শেষ ট্রেন ধরতে পেরেছি। বইমেলার শেষদিনে আমার একটি কবিতার বই বের হচ্ছে! দেশীয় খাল-বিলে ডুবে ডুবে বেঁচে থাকা দীর্ঘজীবী কচ্ছপের চালচলনের গতি, ধৈর্য ও সহনশীলতার ছায়া এবং  ইউক্রেন-রাশিয়ায় চলমান যুদ্ধের বিষয়টিও এবারের এই কবিতার বইটি বের করার সামগ্রিক বিষয়ের উপর প্রভাব ফেলেছে।  পাণ্ডুলিপি তৈরি করতে বেশ দেরী হয়ে গেছে। অন্তত মেলার শেষ দিনে বইটি বের হচ্ছে জানতে পেরে আমি আনন্দিত।

বইটির প্রচ্ছদ করেছেন শ্রদ্ধেয় গুণী শিল্পী ধ্রুব এষ দাদা! বের হচ্ছে কবি প্রকাশনী থেকে। স্টল নাম্বার ৮১-৮২!

প্রচ্ছদ শিল্পী , দাদা কে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। কবি প্রকাশনীকে আমার প্রাণঢালা ভালোবাসা ও অভিনন্দন।

সব পাঠকের জন্য রইল আমার শুভকামনা ও ভালোবাসা। আপনাদের সবার  দোয়া কামনা করছি।❤️

Home
Search
Video
Blog
About
error: © Abdullah Shuvro
Scroll to Top