‘দুর্নামে সঙ্গিন হয়েছে আমার কলম,
আদি পৃষ্ঠে লিখে চলে কালি,
লিখে চলে স্বীকারোক্তিনামা।’
এভাবেই শুরু, এভাবেই ক্রমশ কবিতার নিবিড় গাঢ় অন্ধকারে ডুবে যাবেন পাঠক। অবশেষে দেখতে পাবেন, কাব্যভাবনার দুয়ার খুলে দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহ শুভ্র, হাতে ‘কালো জোছনার লাল তারা’। নতুন ও প্রাণগ্রাহী ৯৬টি কবিতার এ সংকলনে পাঠক নতুন করে নিজেকে আবিস্কার করতে পারবেন। কবিতাগুলোতে উঠে এসেছে নিজেকে মেলে ধরবার প্রয়াস। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন ……………