Abdullah Shuvro Poetry
“চলে এসো এক কাপড়ে”
আব্দুল্লাহ শুভ্রর লেখা ‘চলে এসো এক কাপড়ে’ অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত নতুন কাব্যগ্রন্থ। প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কালো জোছনায় লাল তারা। গ্রন্থটি ২০১৯ সালে বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত হয় ‘অন্বেষা প্রকাশনী থেকে। তার আগের বছর এই একুশে বইমেলাতেই বের হয় প্রথম কাব্যগ্রন্থটি ‘ফাগুন রঙা শব্দ’। পূর্বে প্রকাশিত দুটি কাব্যগ্রন্থই পাঠপ্রিয়তা পায়। এবার কাব্যের পাশাপাশি আব্দুল্লাহ শুভ্রর ঔপন্যাসিক সত্তার প্রকাশ ঘটছে এই বইমেলাতেই। অন্বেষা প্রকাশনী থেকে বেরোনোর পথে তার উপন্যাস ‘শেষ ট্রেন’। আব্দুল্লাহ শুভ্রর ভেতরে বসবাস এক দেশপ্রেমী আর রোমাঞ্চ-রোমান্সপ্রিয় ভালোবাসার সত্তা। সঙ্গে দার্শনিক মনন। তার কবিতা ও গদ্য তাই হয়ে ওঠে সাজুয্য উপমায় সাবলীল স্রোতধারা।
কালো জোছনায় লাল তারা
আব্দুল্লাহ শুভ্র প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কালো জোছনায় লাল তারা। গ্রন্থটি ২০১৯ সালে বাংলা একাডেমি বইমেলায় অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয় ।
‘ফাগুন রঙা শব্দ’
আব্দুল্লাহ শুভ্রর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “ফাগুন রঙা শব্দ”। এই কাব্যগ্রন্থের ‘ষোল কোটি বাঙালির অনুবাদ কবিতাটি তাঁর প্রিয় ও পাঠকনন্দিত একটি কবিতা।
কালো জোছনায় লাল তারা
আব্দুল্লাহ শুভ্র প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কালো জোছনায় লাল তারা। গ্রন্থটি ২০১৯ সালে বাংলা একাডেমি বইমেলায় অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয় ।