নীল ফড়িং উপন্যাস এর দ্বিতীয় সংস্করণ | হেমন্তকালীন ভাবনা | আব্দুল্লাহ শুভ্র

বেশ কিছুদিন আগে অর্থাৎ গত হয়ে যাওয়া শরতেই নীল ফড়িং উপন্যাসের দ্বিতীয় সংস্করণ বাজারে বেরিয়েছে!

কবি প্রকাশনীর স্নেহধন্য প্রকাশক সজল ভাই খুব উৎফুল্ল হয়ে এই খবরটা জানিয়ে ছিলেন, সেও প্রায় মাসখানেক আগের কথা!

কাজের চাপ এবং কবিতার দুটো আকাশ আমার কাঁধে চেপে বসেছিল! আমি যে উপন্যাসটি লিখেছিলাম এ বিষয়টি আমার কাছে স্নেহ পাচ্ছিল না! প্রকাশক সাহেব অভিমান নিয়ে বললেন ভাই বইটির দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে আপনার মধ্যে কোন প্রাণচাঞ্চল্য পাচ্ছি না! কোন পোস্ট দিলেন না! হয়তো ভেবেছিলেন, এই উপন্যাসটি নিয়ে আমি কেন বিমাতাসুলভ আচরণ করছি?

অফিসের কাজের চাপ এবং অন্তহীন ব্যস্ততায় অসীম আকাশ আমার অচেনা ক্ষেত্রফলের মাপে আটকে যায়!

সত্যি করে বলছি- প্রায়ই ইচ্ছে করে কোন পাখি কিংবা নীল ফড়িং হয়ে আমিও অসীম শূন্যতায় উড়াউড়ি করি!

নীল ফড়িঙের গতিশীল উড্ডয়নের আনন্দের সংবাদটি প্রিয় পাঠকগন, সমস্ত বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে হেমন্তের তারুণ্যের ঢলে, ভিন্ন রকম অনুভূতির এ লগনে শেয়ার করলাম!

Home
Search
Video
Blog
About
error: © Abdullah Shuvro
Scroll to Top