অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ আব্দুল্লাহ শুভ্রর উপন্যাস তৎপুরুষ | প্রকাশনীঃ কবি প্রকাশনী | প্রচ্ছদ: ধ্রুব এষ

অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এ প্রকাশিত হচ্ছে আরো একটি উপন্যাস ।
উপন্যাসের নাম: তৎপুরুষ
প্রকাশনী: কবি প্রকাশনী
প্রচ্ছদ: ধ্রুব এষ
স্টল নং: ২০৭-২০৮

আইএসসি পাশ গ্রামের ছেলে সালামত। ৩২ বছরের পুরোটা জীবন দুঃখ-দুর্দশায় ভরা। সব দুর্ঘটনাগুলো ২৩ তারিখের রহস্যময় চক্করে ঘেরা । বিষাদের প্রতিটি ঘটনার সাথে এ তারিখটি জড়িয়ে থাকে। সালামত নিজেকে অলক্ষী ভাবে। এনজিওর চাকরির সুবাদে জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসলেও এরপরই অপ্রত্যাশিত সব ঘটনা ঘটতে থাকে ‌। রহস্যময় ছায়া মানবী রাত গভীর হলেই তার শোবার ঘরে হেঁটে বেড়ায়। পাশাপাশি বাস্তবেই তার নিঃসঙ্গ জীবনে আসে গুলেনূর । দুই সন্তানের জননী। তার চেয়ে বয়সে বেশ বড়, অপরুপা!
সালামত বুঝে নেয় রহস্যময় ওই নারী অবয়ব আর গুলেনুরের মুখখানি হুবহু মিল, দেখতে ওরা একই রকম। এ কেমন করে সম্ভব?
গুলেনূরের স্বামী সুলতান, জেলখানায় বন্দি। সুলতান তার স্ত্রী ও সন্তানদের আবারো বুকে আগলে রাখতে চায়।
সুলতান কি তা পারে?

উপন্যাসটি পড়লে সব রহস্য উন্মোচিত হবে। জেনে যাবেন কোন সেই পুরুষ যাকে গুলেনূর সত্যিই ভালোবেসেছে?

Home
Search
Video
Blog
About
error: © Abdullah Shuvro
Scroll to Top