অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এ প্রকাশিত হচ্ছে আরো একটি উপন্যাস ।
উপন্যাসের নাম: তৎপুরুষ
প্রকাশনী: কবি প্রকাশনী
প্রচ্ছদ: ধ্রুব এষ
স্টল নং: ২০৭-২০৮
আইএসসি পাশ গ্রামের ছেলে সালামত। ৩২ বছরের পুরোটা জীবন দুঃখ-দুর্দশায় ভরা। সব দুর্ঘটনাগুলো ২৩ তারিখের রহস্যময় চক্করে ঘেরা । বিষাদের প্রতিটি ঘটনার সাথে এ তারিখটি জড়িয়ে থাকে। সালামত নিজেকে অলক্ষী ভাবে। এনজিওর চাকরির সুবাদে জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসলেও এরপরই অপ্রত্যাশিত সব ঘটনা ঘটতে থাকে । রহস্যময় ছায়া মানবী রাত গভীর হলেই তার শোবার ঘরে হেঁটে বেড়ায়। পাশাপাশি বাস্তবেই তার নিঃসঙ্গ জীবনে আসে গুলেনূর । দুই সন্তানের জননী। তার চেয়ে বয়সে বেশ বড়, অপরুপা!
সালামত বুঝে নেয় রহস্যময় ওই নারী অবয়ব আর গুলেনুরের মুখখানি হুবহু মিল, দেখতে ওরা একই রকম। এ কেমন করে সম্ভব?
গুলেনূরের স্বামী সুলতান, জেলখানায় বন্দি। সুলতান তার স্ত্রী ও সন্তানদের আবারো বুকে আগলে রাখতে চায়।
সুলতান কি তা পারে?
উপন্যাসটি পড়লে সব রহস্য উন্মোচিত হবে। জেনে যাবেন কোন সেই পুরুষ যাকে গুলেনূর সত্যিই ভালোবেসেছে?